মাইক্রোটিক এ Web Proxy কনফিগারেশন

প্রথমে জানার চেষ্টার করি Web Proxy  কি?
সাধারণত Proxy server  অবস্থান করে ইউজার এবং ডেস্টিনেশন সার্ভার এর মধ্যে। Proxy server  হলো একজন ইউজার একটি ওয়েবসাইটে যখন ভিজিট  করার জন্য রিকোয়েস্ট করে  তখন সরাসরি ইন্টারনেট পোর্টে না পাঠিয়ে অন্য একটি পোর্টে ট্রান্সফার করে । অথার্ৎ কিছু ওয়েব সাইট আছে যে গুলো খুব বেশি ব্রাউজ করা হয় । এ ধরনের ওয়েবসাইটগুলোকে লোকালি কপি করে রাখে ফলে যখন ইউজার এ ধরনের সাইটগুলো ব্রাউজ করতে চায় তখন ইউজারদেরকে ইন্টারনেটে যেতে না দিয়ে প্রক্সি সার্ভারে রিডাইরেক্ট করে দেয়।
Untitled
চলেন দেখি Web Proxy কিভাবে কনফিগার করতে হয়
ধাপ-০১ : Winbox এ লগিন করে । IP থেকে Web Proxy তে ক্লিক করতে হবে।  এবং Web Proxy কে Enable করতে হবে।
ধাপ-০২ : IP>Firewal>NAT>”+”  এ ক্লিক করতে হবে। General থেকে
Chain= dstnat
Protocol= tcp
Dst. Port=80
সিলেক্ট করতে হবে। এবং Action ট্যাব থেকে
Action=redirect
To-ports=8080
সিলেক্ট করতে হবে।  এবং  apply করে Ok করতে হবে ।

আমরা আরেকটি বিয়ষ দেখবো কিভাবে web proxy এর মাধ্যমে কোন সাইটকে ইউজারদের জন্য  Allow এবং Deny করা যায়।
ধাপ-০১ :প্রথমে  IP> web proxy> Access এ ক্লিক করতে হবে।
ধাপ-০২ : একটি ডায়লগ বক্স আসবে সেখান থেকে “+” ক্লিক করতে হবে।  যে এড্রেসটি আপনি Deny করতে চান তা Dst. Host দিয়ে Action থেকে deny সিলেক্ট করে OK ক্লিক করতে হবে।

No comments:

Post a Comment