DHCP এর বেসিক ধারণা

DHCP এর বেসিক ধারণা

DHCP  হলো Dynamic Host Configuration Protocol (DHCP). DHCP এর সাহায্যে  অটোমেটিক্যালি  আইপি দেওয়া যায় । ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ  কাজ কমে আসে।. DHCP  কনফিগার  করা  হয়  সাধারণত যেখানে  ম্যানুয়ালি আইপি এসাইন করা কঠিন অথার্ৎ যেখানে নেটওর্য়াকটি অনেক বড় সেই সব ক্ষেত্রে।  আমরা মাইক্রোটিক এর সাহায্যে খব সহজেই DHCP server তৈরি করতে পারি।
চলেন দেখি মাইক্রোটিক এর সাহায্যে কিভাবে DHCP server তৈরি করা যায় সেই পদ্ধতিটি দেখি
ধাপ-০১:  winbox এ লগিন করে  IP > DHCP Server এ ক্লিক করতে হবে।

ধাপ-০২: তারপর DHCP setup ডায়লগ বক্স থেকে  interface সিলেক্ট করতে হবে, যে ইন্টারফেস এর  DHCP server রান হবে। তারপর Next এ ক্লিক করতে হবে।

ধাপ-০৩: তারপর  DHCP address space: 192.168.1.0/24 নেটওয়ার্কটি দিতে হবে এবং next এ ক্লিক করতে হবে।

ধাপ-০৪: নেটওয়ার্ক এর জন্য  gateway হিসেবে একটি আইপি : 192.168.1.1 দিতে হবে। এবং next এ ক্লিক করতে হবে।

ধাপ-০৫: যে আইপিগুলো থেকে DHCP ইউজারগন আইপি পাবে তার একটি রেঞ্জ দিতে হবে  pool এ: 192.168.0.2-192.168.0.254

Step-06: তারপর DNS server এ DNS servers: 8:8:8:8 এড্রেস দিয়ে  next এ ক্লিক করতে হবে।

Step-07: সবশেষে  lease time: 3d  দিয়ে ok ক্লিক করতে হবে।.


No comments:

Post a Comment