রাউটার এডমিন এবং স্ট্যান্ডার্ড ইউজার তৈরি করা ।

Mikrotik  এ login User তৈরি করা
Mikrotik  রাউটার  যখন ক্রয় করা Default  হিসেবে  ইউজার হিসেবে admin এবং কোন পাসওয়ার্ড থাকে না। তাই মাইক্রোটিক রাউটারকে প্রটেক্ট রাখার জন্য ইউজার তৈরি করতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয়।
মাইক্রোটিকে সাধারণত আপনি ৩ ধরনের ইউজার তৈরি করতে পারেন

১) Read user
২) Write user
৩) Full/ admin user

Read user:
Read user শুধুমাত্র দেখতে পারবে। কোন ধরনের পরিবর্তন করতে পারবে না । সাধারণত আমরা নতুন ইউজারদের Read এর অনুমতি দেই। Read user তৈরি করার জন্য ইউজার এর গ্রুপ Read সিলেক্ট করে দিতে হয়।
কনফিগারেশন কমান্ডলাইন হলো,
user add name=যে নাম দিতে চান  password=যে পাসওয়ার্ড দিতে চান group=read disabled=no
 


Write user
Write ইউজাররা সাধারণত দেখতে তো পারেই । সাথে সাথে রাইট ও করতে পারে। Write user তৈরি করার জন্য ইউজার এর গ্রুপ Write সিলেক্ট করে দিতে হয়। কনফিগারেশন কমান্ডলাইন হলো,
user add name=যে নাম দিতে চান  password=যে পাসওয়ার্ড দিতে চান group=write disabled=no
 


Full/ admin user
এই ধরনের  ইউজার রাউটারের সব ধরনের কাজেই করতে পারে । Full user তৈরি করার জন্য ইউজার এর গ্রুপ এ  Full সিলেক্ট করে দিতে হয়। কনফিগারেশন কমান্ডলাইন হলো,
user add name=যে নাম দিতে চান  password=যে পাসওয়ার্ড দিতে চান group=full disabled=no
 

No comments:

Post a Comment